বাঁশখালীতে ভূমি অধিগ্রহণে মালিকদের ক্ষতিপূরণ বিতরণ

বাঁশখালীর গণ্ডামারার বিদ্যুৎ কেন্দ্র সড়কের ভূমি অধিগ্রহণে শতাধিক ভূমির মালিকদের মধ্যে ৩২ জনকে চেক বিতরণ করা হয়েছে।

- Advertisement -

রোববার (৫ মে) চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

- Advertisement -google news follower

স্থানীয় ভূমির মালিকদের ভোগান্তি নিরসনে এ টাকা জেলা প্রশাসকের কার্যালয়ের পরিবর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিতরণ করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু, চাম্বল ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার চন্দন দাশ ও গণ্ডামারা ইউপি সদস্য শামীমুল জান্নাত।

- Advertisement -islamibank

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জয়নিউজকে বলেন, জনগণের ভোগান্তি নিরসন ও বিতর্কিত জায়গার মালিকদের সহজ প্রক্রিয়ার চিহ্নিতকরণ করে দ্রুত সংযোগ সড়কের কাজ নির্মাণে বাঁশখালীতে এ টাকার চেক বিতরণ করা হচ্ছে। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ ব্যক্তিগত উদ্যোগে এ পদক্ষেপ নিয়েছেন।

জয়নিউজ/উজ্জ্বল/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM