বাঁশখালী পুকুরিয়ার পূর্ব সেন্টারপাড়া এলাকায় রোববার (৫ মে) রাত ২টায় ডাকাতের গুলিতে মো. আমিন (৫০) নামের এক লিচু ব্যবসায়ী নিহত হয়েছেন।
সূত্র জানায়, রোববার গভীর রাতে ডাকাতরা ঘরের দরজা ভেঙে ঢুকতে চাইলে মো. আমিনের স্ত্রী সেতারা বেগম মোবাইল ফোনে জানান যে বাড়িতে বন্যহাতির আক্রমণ শুরু হয়েছে। পরে আগুনের মশালসহ লোকজন এগিয়ে এলে ডাকাতদল গুলি ছুঁড়ে। এ সময় মো. আমিন বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।
এ সময় ডাকাতরা ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় স্থানীয় মো. আরিফের বাড়িতে ডাকাতি করে।
পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসহাব উদ্দিন বলেন, এলাকায় অস্বাভাবিকভাবে হাতির আক্রমণ বেড়েছে। হাতির পাল ঘরবাড়ি ভাঙছে। সম্প্রতি ৩ জন হাতির আক্রমণে মারা গেছে। হাতির আক্রমণ মনে করে দ্রুত লোকজন আসতে দেখে ডাকাতরা গুলি ছুঁড়লে মো. আমিন গুলিবিদ্ধ হন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, ডাকাতদের ধরতে পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছে।
জয়নিউজ/উজ্জ্বল/পলাশ/আরসি