২০১৯ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে কাপ্তাই উপজেলায় মাধ্যমিকে পাসের হার ৬৭.৫৮ ভাগ এবং মাদ্রাসায় পাসের হার ১০০ ভাগ। এবছর কাপ্তাই উপজেলায় সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ৬২ জন শিক্ষার্থী।
কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ জয়নিউজকে জানান, ২০১৯ সালে উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয় হতে সর্বমোট ১ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে পাস করেছে ৯০৭ জন। পাসের হার শতকরা ৬৭.৫৮ ভাগ। মাধ্যমিক
বিদ্যালয়গুলোর মধ্যে শতভাগ পাস করেছে কাপ্তাই নৌ-বাহিনী স্কুল এন্ড কলেজ। এই বিদ্যালয় হতে ৭৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলে পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে সর্বমোট ৪৪ জন। এছাড়া কেপিএম স্কুল হতে ৭ জন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় হতে ৭ জন এবং নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় হতে ২ জন জিপিএ-৫ পেয়েছে।
এদিকে কাপ্তাই আল-আমিন নুরিয়া মাদরাসা এবং তৈয়বিয়া সুন্নিয়া মাদরাসা হতে দাখিল পরীক্ষায় ১২২ জন অংশ নিয়ে সকলে পাস করেছে। পাসের হার ১০০ ভাগ। এরমধ্যে আল-আমিন নুরিয়া মাদরাসা হতে ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জয়নিউজকে জানান, সকলকে আরোও মনযোগী হয়ে পাসের হার বাড়াতে হবে।