মহেশখালীতে পাহাড়ের মাটি কেটে পাচার করার সময় ৫টি ডাম্পার জব্দ করা হয়েছে।
সোমবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় মাটিসহ ডাম্পারগুলো জব্দ করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা। তবে পাহাড়ের মাটি ও বালি পরিবহন থেকে বিরত থাকার শর্তে পরে ডাম্পারগুলো মুক্ত করে দেওয়া হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা বলেন, অবৈধভাবে পাহাড়ি মাটি বোঝাইয়ের কারণে ৫টি ডাম্পার আটক করা হয়। ভবিষ্যতে পাহাড়ের মাটি ও বালি পরিবহন থেকে বিরত থাকার শর্তে ২১ হাজার টাকা জরিমানায় ডাম্পারগুলো পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়।