দুবাই থেকে আসা এক চীনা নাগরিকের চার্জার লাইটের ভেতর কৌশলে রাখা ২৪ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা। বারগুলোর ওজন আনুমানিক ২ কেজি ৮০০ গ্রাম।
বুধবার (৮ মে) সকাল ৭টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৮ দুবাই থেকে চট্টগ্রামে আসেন ফান রংগুই নামের ওই চীনা নাগরিক। পরে ওই নাগরিকের মালপত্র স্ক্যানিংয়ের সময় সন্দেহ হলে ব্যাগে তল্লাশি চালিয়ে চার্জার লাইটের ভেতর থেকে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ফজলুর রহমান জয়নিউজকে বলেন, দুবাই থেকে আসা এক চীনা নাগরিকের চার্জার লাইট ভেঙ্গে ২৪ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হবে।