একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শূন্য আসনে উপ-নির্বাচনের ভোট ২৪ জুন।
বুধবার (৮ মে) নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, ফখরুলের বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ হবে ২৪ জুন, মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩মে। মনোনয়নপত্র বাছাই ২৭মে, প্রার্থিতা প্রত্যাহার ৩ জুন ও প্রতীক বরাদ্দ ৪ জুন।
তিনি আরো বলেন, এ উপ-নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। আর ভোটগ্রহণের সময় এক ঘণ্টা পিছিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করা হয়েছে।
এ আসনে মির্জা ফখরুল নির্বাচিত হয়েও শপথগ্রহণ না করায় তার আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এ পরিপ্রক্ষিতে আসনটিতে ২৪ জুন উপ-নির্বাচনের তফসিল দেয় ইসি।
জয়নিউজ/বিশু