সফররত পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে দুই ম্যাচের (তিনদিনের) সিরিজ জিতে নিয়েছে বাংলার যুবারা। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি ড্র হলে বাংলাদেশ ১-০ ব্যবধানে সিরিজ জেতে। প্রথমটিতে স্বাগতিকরা পাকিস্তানকে হারিয়েছিল ৫ উইকেটে।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচে আগে ব্যাট করে সব উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ২৯২ রান। অধিনায়ক রিহাদ খান অপরাজিত থাকেন ১৪৬ রানে। রবিনের ব্যাট থেকে আসে ৫৩ রান।
নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তান যুবারা অলআউট হওয়ার আগে তোলে ২২০ রান। দলের হয়ে উমর করেন ৫৫ রান। বাংলাদেশের হয়ে মুশফিক ও রাব্বি নেন তিনটি করে উইকেট।
এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলে ইনিংস ঘোষণা করে। মোল্লা ৮৭ আর সাকিব শাহরিয়ার করেন ৩২ রান।
দ্বিতীয় ইনিংসে সফরকারীরা ২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে ১০৩ রান। এরপরই ম্যাচটি ড্র বলে মেনে নেন দুই দলের অধিনায়ক।