দীর্ঘ ১০ বছর পর বৃহস্পতিবার (৯ মে) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) ভবনে গিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। চউক-এর নতুন চেয়ারম্যান এম জহিরুল ইসলাম দোভাষের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে তিনি সেখানে যান। এত দীর্ঘ সময় পর সিটি মেয়র চউক ভবনে যাওয়ায় স্বভাবতই উচ্ছ্বসিত ছিলেন চউক কর্মচারী লীগ নেতৃবৃন্দ। অনেকদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে মন খুলে কথা বলেছেন তারা।
বৃহস্পতিবার (৯ মে) দুপুরে চউক ভবনে মেয়র নাছির চউক চেয়ারম্যান এম জহিরুল ইসলাম দোভাষের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে কর্মচারী লীগের সদস্যরা মেয়রের সঙ্গে দেখা করেন। এসময় নানা বিষয় নিয়ে কথা বলেন তারা। দলের নেতাকর্মীদের কাছে পেয়ে মেয়রও নানা বিষয়ে খোলামেলা আলোচনা করেন তাদের সঙ্গে।
সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব জয়নিউজকে বলেন, গত ১০ বছরের দুঃশাসন থেকে সিডিএ (চউক) মুক্ত হয়েছে। বিগত সিডিএ চেয়ারম্যান আমাদের ওপর অনেক অত্যাচার করেছেন। উনি চেয়ারম্যান থাকাকালীন মেয়র কোনোদিন সিডিএ ভবনে আসেননি। আজ (বৃহস্পতিবার) তাকে কাছে পেয়ে আমরা মন খুলে কথা বলেছি। আশা করি ভবিষ্যতেও তিনি আসবেন আমাদের কাছে।
এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) কর্মচারী লীগের সভাপতি বিমান বড়ুয়া, সহসভাপতি আবু বকর, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক বশির আহম্মদ, প্রচার সম্পাদক আবু নঈম, দপ্তর সম্পাদক নিক্সন বড়ুয়া, অর্থ সম্পাদক আবদুল হাই, উপদেষ্টা পরিষদের কে এম আলমগীর, ভূষণ বড়ুয়া, মো. সাইম, মো. সরওয়ার, মো. জামাল উদ্দীন, মো. আব্দুল রশিদ, মো. রুবেল, মো. ইব্রাহীম, মো. আবদুল মান্নান।