নগরের সরকারি সিটি কলেজ কেন্দ্রে প্রক্সি দেওয়ার দায়ে আবদুল্লাহ আল জাবের নামে (২২) চট্টগ্রাম কলেজের এক ছাত্রকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আবদুল্লাহ আল জাবের বায়জিদের মো. আলী বাড়ির আবুল কালামের ছেলে।
শনিবার (১১ মে) সকালে ডিগ্রি পরীক্ষা চলাকালীন ওই কেন্দ্রে শহীদ নূর নামে এক পরীক্ষার্থীর নামে প্রক্সি দিতে আসে জাবের। পরিদর্শকের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসবাদ করে সত্যতা পায় কলেজ কর্তৃপক্ষ। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিট্রেট মাহফুজা জেরিন প্রক্সি দেওয়ার দায়ে জাবেরকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
সদরঘাট থানার এসআই ফারুকুল ইসলাম জয়নিউজকে বলেন, প্রক্সি দেওয়ার দায়ে জাবেরকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভাম্যমাণ আদালত। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
জয়নিউজ/পলাশ/আরসি