আসছে নভেম্বরে শুরু হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শুটিং। এমনটাই জানিয়েছেন ছবির ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল। ছবিটির দৈর্ঘ্য হবে ১৮০ মিনিট বা তিন ঘণ্টা।
জানা গেছে, ছবির চিত্রনাট্যকার অতুল তিউয়ারি আগামী সপ্তাহেই ঢাকায় আসবেন এবং সংগ্রহ করবেন প্রয়োজনীয় তথ্য। তার এই গবেষণায় সাহায্য করবেন জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা ও ‘হাসিনা: আ ডটার্স টেল’ এর পরিচালক পিপলু আর খান।
সবকিছু ঠিক থাকলে ২০২০ সালে মুক্তি পাবে বঙ্গবন্ধুর বায়োপিক।
জয়নিউজ/পলাশ/আরসি