প্রথমবারের মতো ভারতে প্রদেশ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
সম্প্রতি আইএসের মুখপাত্র বার্তা সংস্থা আমাকে এ ঘোষণা দেওয়া হয়েছে। ভারতের কাশ্মীরকে আইএস তাদের এই নতুন প্রদেশ হিসেবে ঘোষণা দিয়েছে।
কাশ্মীরের শোপিয়ান জেলার আমশিপোরাতে ভারতীয় সেনাবাহিনীর ওপর হামলার দায় স্বীকার করে কাশ্মীরকে ‘উলায়াহ অব হিন্দ’ আখ্যা দিয়েছে।
আইএসের এই দাবির সঙ্গে ভারতীয় পুলিশের দেওয়া বিবৃতির কিছুটা মিল পাওয়া গেছে।
সাইট ইন্টিলিজেন্স গ্রুপের পরিচালক রিতা কাৎজ বলেছেন, যেখানে সত্যিকারের শাসনই নেই সেখানে প্রদেশ প্রতিষ্ঠার ঘোষণা সম্পূর্ণ ফালতু, তবে এটা বাদ দেওয়া যায় না।
তিনি বলেন, বিশ্ব হয়তো আইএসের এই উন্নয়নে চোখ ঘুরাতে পারে। তবে এই অঞ্চলে জিহাদিদের জন্য আইএসের খিলাফতের মানচিত্র পুনর্গঠনের জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত।