কক্সবাজার শহরের কলাতলী লাইটহাউস পাড়ায় আগুনে পুড়ে শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, লাইট হাউজপাড়ার ছেনোয়ারা তার তৃতীয় স্বামী আতিকুর রহমানকে নিয়ে বসবাস করছিলেন। এ নিয়ে দ্বিতীয় স্বামী আবদুল মোনাফের সঙ্গে ছেনোয়ারার মনোমালিন্য চলছিল।
ক্ষিপ্ত মোনাফ শনিবার রাতে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে বাড়িতে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় ছেনোয়ারা, তার তৃতীয় স্বামী আতিকুর রহমান ও তাদের সন্তানেরা ভেতরে ছিলেন। আগুনে পুড়ে ঘটনাস্থলে মারা যান আতিকুর রহমান (৩৬) ও মেয়ে সাদিয়া (৬)।
নিহত আতিকুর রহমানের বাড়ি মহেশখালী ও সাদিয়া ছেনোয়ারার দ্বিতীয় ঘরের সন্তান। আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় আবদুল মোনাফকে আশেপাশের লোকজন দেখেছেন বলে দাবি ছেনোয়ারার।
কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হন।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দীন খন্দকার বলেন, আগুনে পুড়ে ২ জনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জয়নিউজ/শামীম/আরসি