ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৬৫ জনের মধ্যে ৩৭ জন বাংলাদেশের নাগরিক । তাদের মধ্যে ৫ জনের বাড়ি সিলেটে এবং একজনের বাড়ি মৌলভীবাজারে বলে জানা গেছে।
এ ঘটনায় ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) গভীর রাতে লিবিয়া উপকূল থেকে ৭৫ অভিবাসীকে নিয়ে একটি নৌকা ইতালির উদ্দেশে পাড়ি দেয়। গভীর সাগরে তাদের বড় নৌকা থেকে ছোট নৌকায় তোলা হয়। সেই সময় ঘটে দুর্ঘটনাটি। রাবারের তৈরি নৌকাটি ১০ মিনিটের মধ্যে ডুবে যায়৷
তিউনিসিয়ার জেলেরা ১৬ জনকে উদ্ধার করে শনিবার (১১ মে) তীরে নিয়ে আসে। তাদের মধ্যে একজন অভিবাসী জানান, মাঝসমুদ্রে ঠাণ্ডাপানিতে তারা আট ঘণ্টা ভেসে ছিলেন। জানা গেছে, উদ্ধার হওয়া ১৬ জনের মধ্যে ১৪ জনই বাংলাদেশি।
নৌকাটিতে বাংলাদেশি ছাড়াও মিশর, মরক্কো ও আফ্রিকার কয়েকটি দেশের নাগরিক ছিল।
জয়নিউজ/আরসি