ফুলকলিকে ৭ লাখ টাকা জরিমানা

দেশের জনপ্রিয় ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করার দায়ে ৭ লাখ টাকা জরিমানা করেছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

রোববার (১২ মে) র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামানের নেতৃত্বে নগরের রাহাত্তারপুল এলাকায় ফুলকলির কারখানায় সকাল থেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র‌্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান, ভোক্তা অধিকার ও বিএসটিআইয়ের কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

- Advertisement -google news follower

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামানে জয়নিউজকে বলেন, ফুলকলির এ কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং সংরক্ষণ করা হয় এমন অভিযোগ পেয়ে রাহাত্তারপুল এলাকার কারখানায় আমরা অভিযান পরিচালনা করি। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের প্রমাণ পাওয়াতে ফুলকলিকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়।

সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নগরের বিভিন্ন খাবার তৈরির কারখানা, রেস্টুরেন্ট ও সুপার শপে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জয়নিউজ/রিফাত/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM