নগরের বাকলিয়া বলিরহাট এলাকায় গৃহবধূ বুবলি আক্তার (৩৫) হত্যা মামলার আরো দুই এজহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ মে) ভোরে বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মুসা (৪০) ও আহমেদ কবির (৪২)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মঈন উদ্দিন জয়নিউজকে বলেন, ভোরে গৃহবধূর হত্যা মামলার দুই এজহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে শনিবার (১১ মে) রাতে বলিরহাটে গুলিতে নিহত হন গৃহবধূ বুবলি আক্তার (৩৫)। নিহত গৃহবধূর ভাই রুবেলের সঙ্গে স্থানীয় সন্ত্রাসী শাহ আলমের পূর্ব শত্রুতা ছিল। রাতে শাহ আলমসহ কয়েকজন রুবেলকে মারতে এসে বুবলি আক্তারকে গুলি করে পালিয়ে যায়। পরে রোববার (১২ মে) ভোরে বাকলিয়া বলিরহাট কর্ণফুলী নদীর পাড়সংলগ্ন এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গৃহবধূ হত্যার প্রধান আসামি শাহ আলম নিহত হয়।
এছাড়া এ ঘটনায় জড়িত দুই আসামি নিহত শাহ আলমের ভাই নুরুল আলম ও মো.নবীকে গ্রেপ্তার করে পুলিশ।
জয়নিউজ/পলাশ