বাঁশখালীতে বিষ দিয়ে ৩ লাখ টাকার মাছ নিধন

বাঁশখালী পৌরসভার উত্তর জলদি ভাদালিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বিষ দিয়ে এক মৎস্যজীবীর ৩ লাখ টাকার মাছ মেরেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্যজীবী মো. দিদারুল ইসলাম।

- Advertisement -

দিদারুল ইসলাম জানান, স্থানীয় আমিন শরীফ, বেলাল ও গুড়াবাঁশি নামের ৩ ব্যক্তির কাছ থেকে ১৬০ শতক সীমানাযুক্ত পুকুর বর্গা নিয়ে মাছ চাষ করেছিলাম। ওই পুকুর স্থানীয় নূর আহমদের ছেলে মো. হোসেনও বর্গা নেওয়ার চেষ্টা করে। বর্গা নিতে ব্যর্থ হয়ে মঙ্গলবার (১৪ মে) ভোরে মো. হোসেন পুকুরে বিষ ঢেলে দেয়। আমি সকাল ৭টায় পুকুরে গিয়ে দেখি কাতলা, মৃগেল, রুই, পাঙ্গাস, নাইলোটিকাসহ নানা প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে।

- Advertisement -google news follower

তিনি বলেন, পুকুরের সব মাছ মরে যাওয়ায় আমি সর্বস্বান্ত হয়ে গেছি।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. কামাল উদ্দিন বলেন, পুলিশ তদন্ত করছে। দোষীদের অবশ্যই শাস্তি হবে।

- Advertisement -islamibank

জয়নিউজ/উজ্জ্বল/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM