এসএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণে গণিতে বেশি আবেদন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে সবচেয়ে বেশি আবেদন পড়েছে গণিত বিষয়ে। এবার আবেদন পড়েছে ৪৪ হাজার ২৯৭টি। আবেদনকারীর সংখ্যা ১৯ হাজার ১৮৩ জন। এরমধ্যে সর্বোচ্চ গণিত বিষয়ে ৮ হাজার ৩৬৮ টি।

- Advertisement -

বাংলা ১ম পত্রে ৩ হাজার ৬২৪টি, বাংলা ২য় পত্রে ২ হাজার ১২৫টি, ইংরেজি ১ম পত্রে ৪ হাজার ২৫০টি, ইংরেজি ২য় পত্রে ২ হাজার ৪৪০টি, ইসলাম ধর্মে ২ হাজার ৩৭২টি, রসায়নে ৪ হাজার ৪৭৪টি, জীব বিজ্ঞানে ২ হাজার ৫৮৮টি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ৩ হাজার ৬৬৮টি এবং পদার্থ বিজ্ঞানে ২ হাজার ৯০টি আবেদন জমা পড়েছে।

- Advertisement -google news follower

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বলেন, যারা অকৃতকার্য হয়েছে এবং আশানুরূপ ফল পায়নি তারাই মূলত শিক্ষাবোর্ড নির্ধারিত সময়ে পুনর্নিরীক্ষণে আবেদন করেছে। যারা আবেদন করেছে তাদের উত্তরপত্রে নাম্বার যোগ বা উঠানোর ক্ষেত্রে কোনো ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন করে পুনরায় ফল প্রকাশ করা হবে।

আগামী ১ জুন পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হবে বলে জানান তিনি।

জয়নিউজ/হিমেল/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM