ভর্তুকিতে পণ্য বিক্রয় শুরু মেট্রোপলিটন চেম্বারের

রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স।

- Advertisement -

বৃহস্পতিবার (১৬ মে) সকালে আগ্রাবাদে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -google news follower

মেয়র বলেন, রমজান উপলক্ষে মেট্রোপলিটন চেম্বারের এ উদ্যোগ সত্যিকার অর্থেই প্রশংসনীয়। অন্যকে সহযোগিতা করার যে মনমানসিকতা তা সবার মাঝে নেই। এখানে ভর্তুকি মূল্যে সঠিক পরিমাপে পণ্য দেওয়া হচ্ছে। ফলে সাধারণ জনগণ কম মূল্যে তাদের প্রয়োজনীয় পণ্যসামগ্রী ক্রয় করতে পারবেন।

এ সময় মেয়র জনকল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

- Advertisement -islamibank

মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক জসীম উদ্দিন চৌধুরী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন।

চেম্বার সূত্র জানায়, পুরো রমজান মাস ভর্তুকিতে এখানে নিত্য পণ্যসামগ্রী বিক্রি হবে। প্রতিকেজি চাল ৩৫ টাকায়, সয়াবিন ৭০ টাকায়, চিনি ৪০ টাকায়সহ অন্যান্য পণ্যসামগ্রী বাজারদরের চেয়ে কম মূল্যে ক্রেতারা কিনতে পারবেন।
জয়নিউজ/পলাশ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM