দেশকে দারিদ্রতার হাত থেকে রক্ষা করতে হবে। দেশের বিত্তশালী লোকেরা এগিয়ে আসলে আর দারিদ্রতা থাকবে না। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য সরকার যেমন কাজ করছে। তার পাশাপাশি শিল্পপতি ও বিত্তবান লোকেরা এগিয়ে আসলে দেশে কোনো মানুষ না খেয়ে, বিনা চিকিৎসায় ও শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১২টায় নগরের হযরত শাহ আমানত (রহ:) মাজার প্রাঙ্গণে পিএইচপি ফ্যামিলি ও আলহাজ্ব সুফী মোহাম্মদ মিজান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষুধ বিতরণ অনুষ্ঠানে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফী মিজানুর রহমান এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, চট্টগ্রামের চিকিৎসা সেবাকে এগিয়ে নিতে পিএইচপি ফ্যামিলী সবসময় কাজ করে গেছে এবং যাবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ছাড়াও চিকিৎসা সেবার জন্য বিশেষভাবে সুফী মিজান ফাউন্ডেশনের ক্যাম্প পরিচালনা করছে।
শাহ আমানত (রহ:) মাজার শরীফের মোতোয়াল্লী শাহজাদা শরফুদ্দিন মো. শওকত আলী খান (শাহীন মিয়ার সভাপতিত্বে ও খোরশেদ আলম চৌধুরীর সঞ্চালনায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, মা ও শিশু হাসপাতালের সহ সভাপতি মো. মোরশেদ, ডা. দিপংকর দে, ডা: নিজাম মোরশেদ চৌধুরী, শাহজাদা সৈয়দ শফিউল আজম ঈছাপুরী ও ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী মো. সোলায়মান।- বিজ্ঞপ্তি