রমজানের দ্বিতীয় সপ্তাহে সবজির দাম কমলেও নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি হচ্ছে মাংস। বাজারে এখন বেশিরভাগ সবজি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
শুক্রবার (১৭ মে) কাজির দেউড়ি, চকবাজার, রিয়াজউদ্দিন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
এদিকে দীর্ঘদিন পর বাজারে সবজির দাম কমেছে। এখন বাজারে বেশিরভাগ সবজি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। যা একদিন আগেও ছিল ৫০ থেকে ৬০ টাকা।
প্রতি কেজি বেগুন ৪০ টাকায়, কচুরলতি ৪০ টাকায়, করলা ৫০ টাকায়, পটল ৪০ টাকায়, বরবটি ৫০ টাকায়, কাকরোল ৫০ টাকায়, ঝিঙা৪০ টাকায়, চিচিঙ্গা ৫০ টাকায়, পেঁপে ৫০ টাকায়, টমেটো ৩০ টাকায়, লেবু (৪টি) ২০ থেকে ৪০ টাকায় ওকাঁচা মরিচবিক্রি হচ্ছে ৩০ টাকায়।
এছাড়া প্রতি আঁটি লাউ শাক ৩০ টাকায়, লাল শাক ১৫ টাকায়, পুঁই শাক ২৫ টাকায় এবং ডাটা শাক ২০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে বাজারগুলোতে সরকার নির্ধারিত মূল্য না মেনে বেশি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস।ক্রেতারা জানান, প্রতিকেজি গরুর মাংস ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ সরকার নির্ধারিত মূল্য ৫২০ টাকা।এছাড়া খাসির মাংস ৮৫০ টাকায়,ব্রয়লার মুরগি১৫০ টাকায় ওলেয়ার মুরগি ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া মাছের বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি রুই ৩৫০ টাকায়, কাতলা ৪০০ টাকায়, তেলাপিয়া ২০০ টাকায়, গলদা চিংড়ি ৮০০ টাকায়, পুঁটি ২৫০ টাকায়, পোয়া ৬০০ টাকায়, মলা ৫০০ টাকায়, পাবদা ৬০০ টাকায়, বোয়াল ৬০০ টাকায়, শিং ৮০০ টাকায়, মাগুর ৬০০ টাকায়, কৈ ২৫০ টাকায় ও ইলিশ মাছ ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
জয়নিউজ/আরসি