ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের যাত্রীরা যাতায়াতের জন্য পাচ্ছেন একজোড়া বিশেষ ট্রেন। ট্রেন দুটি চট্টগ্রাম থেকে চাঁদপুর এবং চাঁদপুর থেকে চট্টগ্রাম রুটে চলবে।
রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন ও বাণিজ্য দপ্তর জানায়, দেশের বিভিন্ন গন্তব্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২৫ মে থেকে। এবার রেলওয়ের পূর্বাঞ্চল রুটে চাঁদপুর স্পেশাল-১ এবং চাঁদপুর স্পেশাল-২ নামে ট্রেন দু’টি ২ জুন থেকে চট্টগ্রাম থেকে চাঁদপুর এবং চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাতায়াত করবে।
রেলওয়ে সূত্র জানায়, আগামী ৫ জুন ঈদের সম্ভাব্য দিন ধরে নিয়ে দশদিন আগে থেকে অগ্রিম টিকিট বিক্রির দিন ধার্য করা হয়েছে। এরমধ্যে ঈদের আগে পাঁচদিন এবং ঈদের পরবর্তী ছয়দিন ডাউন হিসেবে টিকিট বিক্রি হবে।
জয়নিউজ/আরসি