হালদায় অভিযান চালিয়ে দুইটি বালুবাহী নৌকা জব্দ করে ইঞ্জিন আগুনে পুড়িয়ে দিয়েছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৭ মে) দুপুরে সাত্তারঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব নৌকা জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খিসা।
তিনি বলেন, নদীতে মা মাছের প্রজনন মৌসুম চলছে। বৃষ্টিতে ঢল সৃষ্টি হলে যেকোনো সময় মা মাছ নদীতে ডিম ছাড়তে পারে। ইঞ্জিনচালিত নৌকার কারণে মা মাছের অবাধ ও নিরাপদ বিচরণ বিঘ্নিত হচ্ছে।
তিনি আরও বলেন, ইঞ্জিনের আঘাতে মাছ ও পরিবেশবান্ধব ডলফিন মারা যাচ্ছে। তাই বালুবাহী দুটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করে ধ্বংস করা হয়।