সাগরপথে মালয়েশিয়া: পেকুয়ায় ৪৫ রোহিঙ্গা আটক

কক্সবাজারের পেকুয়ায় সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় ৪৫ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ মে) রাত ১টার দিকে উজানটিয়া ইউনিয়নের করিমদাদ মিয়ার ঘাট এলাকা থেকে এই রোহিঙ্গাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু।

- Advertisement -

পেকুয়া থানার এসআই সুমন সরকার জানান, স্টিমারযোগে সাগরপথে এই রোহিঙ্গারা মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ সময় বেশ কয়েকজন পালিয়ে যায়। তবে পুলিশ স্টিমারটি জব্দ করতে পারেনি।

- Advertisement -google news follower

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে জানিয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।

পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূঁইয়া জানান, দালালদের চিহ্নিত করার কাজ চলছে। তারপর মানবপাচার প্রতিরোধ আইনে মামলা দেওয়া হবে। আটক রোহিঙ্গাদের যাচাই-বাছাই করে উখিয়া কুতুপালং ক্যাম্পে পাঠানো হবে।

- Advertisement -islamibank

জয়নিউজ/গিয়াস/আরসি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM