সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের হয়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার জন্য ডিজিটাল কমিউনিকেশনস অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বাকিংহাম প্যালেসে যেখানে প্রতিটি কাজের জন্য ভিন্ন ভিন্ন লোক কাজ করে।
ব্রিটিশ রাণী এলিজাবেথ সৃজনশীল এমন কাউকে খুঁজছেন যে তার ইমেইল চেক করাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন।
বিট্রিশ রাজপরিবারের ওয়েবসাইট সামলানো থেকে শুরু করে রাণীর দৈনন্দিন কর্মতৎপরতার ওপর ফিচার লেখা এবং রাণীর বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের খবরাখবর রাজপরিবারের নেটওয়ার্কে যারা যুক্ত আছেন তাদের তাৎক্ষণিকভাবে জানতে পারেন সে ব্যবস্থা করতে হবে।
ডিজিটাল কমিউনিকেশন অফিসার পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর অভিজ্ঞতাকে প্রাধান্য দেয়া হবে। নিয়োগ পেলে রাণীর বাসভবন বাকিংহাম প্যালেসে সপ্তাহে সাড়ে ৩৭ ঘণ্টা (সোম থেকে শুক্রবার) কাজ করতে হবে। অন্যান্য সুবিধা ছাড়াও বেতন দেয়া হবে বছরে ৩০ হাজার পাউন্ড।
জয়নিউজ/পলাশ