খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসববুদ্ধ পূর্ণিমা।
এ উপলক্ষে জেলা সদরসহ খাগড়াছড়ির ৯টি উপজেলার বৌদ্ধ বিহারগুলোতে বিভিন্ন প্রস্তুতি নিয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। শনিবার (১৮ মে) সকাল থেকে বিহারগুলোতে পুণ্যার্থীরা পূজা দেওয়ার উদ্দেশ্যে সমবেত হন। এ সময় দেশ-জাতি ও মানুষের কল্যাণ কামনায় প্রদীপ প্রজ্বলন করা হয়। এছাড়া ধর্মীয় রীতি অনুযায়ী ভিক্ষুসংঘকে ভক্তরা পিণ্ডদান করেন। বৌদ্ধ উপাসক-উপাসিকারা পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করেন। আয়োজন করা হয়েছে ধর্মীয় আলোচনা সভার।
বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় বিকালে য়ডং বৌদ্ধবিহার থেকে শোভাযাত্রা বের করা হবে।
এদিকে বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে বিহারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা শহরের বৌদ্ধ বিহারগুলোতে তল্লাশি করে ভিতরে প্রবেশ করানো হচ্ছে পূজার্থীদের।
অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন জানান, পুণ্যার্থীরা এ আয়োজন যাতে নির্বিঘ্নে সম্পন্ন করতে পারেন তাই জেলা শহরে ৪ শতাধিক অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রত্যেকটা বিহারের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশি নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন পুণ্যার্থীরা।
জয়নিউজ/সবুজ/আরসি