বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এদেশে সকল ধর্মের মানুষ যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় উৎসব পালন করতে পারে। আমাদের সকলকে গৌতম বুদ্ধের দর্শন ধারণ করতে হবে। আজকের দিনে এটা হোক আমাদের শিক্ষা।
শনিবার (১৮মে) বিকাল সাড়ে ৩টায় চসিক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত শান্তি শোভাযাত্রা উদ্বোধনকালে নগরপিতা আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।
শোভা যাত্রাটি চসিক কার্যালয় থেকে শুরু হয়ে ডিসি হিল বৌদ্ধ বিহার ঘুরে আবার একইস্থানে এসে শেষ হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশন বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি ডা. প্রীতি বড়ুয়া, সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়সেন বড়ুয়া, প্রতিষ্ঠাতা সভাপতি এম বোধিমিত্র থেরো, পেশাজীবী পরিষদের সভাপতি প্রকৌশলী অসীম বড়ুয়া ও প্রভাষক সুজন বড়ুয়া প্রমুখ।