মানুষের প্রয়োজনে না লাগলে সেই কাজের মূল্য নেই: পুলিশ কমিশনার

যদি মানুষের প্রয়োজনে লাগাতে না পারি, তাহলে সেই কাজের কোনো মূল্য নেই।

- Advertisement -

রোববার (১৯ মে) পাঁচলাইশ শাহেলা স্কয়ারে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ কমিশনার মাহাবুবুর রহমান।

- Advertisement -google news follower

তিনি বলেন, আমাদের উচিত গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। যারা বিত্তবান তাদের উচিত সাধ্যমতো অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়ানো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক।

- Advertisement -islamibank

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহাবুবুল আলম, কমিউনিটি পুলিশের সদস্য সচিব ও জয়নিউজ সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপন, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) হারুন নূর রশিদ হাজারী এবং উপ পুলিশ কমিশনার বিজয় বসাক।

মানুষের প্রয়োজনে না লাগলে সেই কাজের মূল্য নেই: পুলিশ কমিশনার

এদিকে মহানগর কমিউনিটি পুলিশের উদ্যোগে স্মরণিকা কমিনিটি সেন্টারেও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনার মাহাবুবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মো. মাহবুবুর আলম, কমিউনিটি পুলিশের সদস্য সচিব ও জয়নিউজ সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপন, অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুর রব এবং এসি নোবেল চাকমা।

জয়নিউজ/হিমেল/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM