নগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর বিএনপি দিনব্যাপী কর্মসূচি পালন করছে। সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১১টায় দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ২নং গেইটের বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর নেতৃবৃন্দ।

- Advertisement -

এ সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, দেশের এক ক্রান্তিলগ্নে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের কথা বলার অধিকার, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। বিএনপি আজ বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে। বর্তমান সরকার বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছে। তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

- Advertisement -google news follower

মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, বর্তমান সরকার এখন সম্পূর্ণ জনবিচ্ছিন্ন। আওয়ামী লীগের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সরকার আসন্ন নির্বাচনে ভোট চুরি করার জন্যই ইভিএম পদ্ধতি চালু করার চক্রান্ত করছে। কিন্তু বাংলাদেশের মানুষ এই ইভিএম পদ্ধতি কোনোভাবেই মেনে নেবে না।

এ সময় উপস্থিত ছিলেন দলের মহানগর সহ-সভাপতি আলহাজ এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, হারুন জামান, সাবেক কমিশনার মাহাবুবুল আলম, অধ্যাপক নুরুল আলম রাজু, ইকবাল চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, ইসকান্দর মির্জা, ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, জাহাঙ্গির আলম দুলাল, কাউন্সিলর আবুল হাসেম, মঞ্জুর আলম মঞ্জু, আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম চৌধুরী মঞ্জু, কামরুল ইসলাম, প্রচার সম্পদক সিহাব উদ্দিন মুবিন, সহ-সাধারণ সম্পাদক শাহেদ বক্স, আব্দুন নবী প্রিন্স, বন্দর থানা বিএনপির সভাপতি মো. হানিফ সওদাগর, চকবাজার বিএনপির সভাপতি সাইফুর রহমান বাবুল, সহ-সম্পাদক মো. ইদ্রিস আলী, মো. শাহজাহান, আজাদ বাঙালী, আবু মুছা, আব্দুল হাই, আবুল খায়ের মেম্বার, সালাহ উদ্দিন লাতু, কোতোয়ালি বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. জাকির হোসেন, নগর বিএনপির সদস্য ইউসুফ সিকদার, আবুল কালাম আজাদ সেলিম, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো. ইলিয়াস, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু, জাহেদ উল্লাহ রাশেদ, মনজুর কাদের, হাজী মো. জাহেদ, সিরাজুল ইসলাম মুনসি, মো. হাসান প্রমুখ।

- Advertisement -islamibank

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM