নগরের ঈদগাহে এলাকায় পানি নেই ৫ দিন ধরে। এলাকাবাসীর পক্ষ থেকে বারবার ওয়াসাকে জানানো হলেও মিলেছে শুধু প্রতিশ্রুতি।
অথচ টাকা দিলেই নাকি বাড়ির দরজায় পৌঁছে যাচ্ছে ওয়াসার পানির গাড়ি। প্রচণ্ড গরমে পানির অভাবে যখন অসহনীয় অবস্থা, উপায়ান্তর না দেখে এলাকাবাসী নামলেন রাস্তায়। শুরু করলেন বিক্ষোভ।
সোমবার (২০ মে) দুপুরে ঈদগাহের রূপসা বেকারি মোড়ে দলে দলে সমবেত হন এলাকাবাসী। টাকা দিয়ে কেনা পানির গাড়িগুলো আটকে দেন তারা। পানির জন্য বিক্ষোভ করতে থাকেন।
এ ব্যাপারে ঈদগাঁ এলাকার মো. বেলাল জয়নিউজকে বলেন, আজকে ৫দিন ধরে পানি নেই। পুকুর, নলকূপ ও দোকান থেকে পানি কিনে কোনোরকমে চলছি। ৩ দিন ধরে ওয়াসার সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। কিন্তু তারা শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। অথচ টাকা দিয়ে পানি কিনতে চাইলেই পানির গাড়ি বাসায় পৌঁছে যাচ্ছে।
আমারদের স্থানীয় কাউন্সিলর ওয়াসার সঙ্গে যোগাযোগ করেছেন। আজকেই ওয়াসা এটি সমাধান করে দেবে বলে জানিয়েছে।
জয়নিউজ/পলাশ/আরসি