ড্রেন থেকে উদ্ধার করে একটি মায়া হরিণ বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন খাগড়াছড়ি জেলা সদরের পৌর এলাকার কালাডেবা ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মংসুইথোয়াই চৌধুরী।
সোমবার (২০ মে) সকালে কালাডেবা এলাকায় একটি নবনির্মিত ড্রেনে পড়ে যাওয়া হরিণটিকে উদ্ধার করেন তিনি। সকাল সাড়ে ১১টার দিকে বিভাগীয় বন কর্মকর্তার কাছে হরিণটি হস্তান্তর করেন।
মংসুথোয়াই জানান, হরিণটি ড্রেনে পড়েছিল। দেখতে পেয়ে কয়েকজন মিলে হরিণটিকে ড্রেন থেকে উদ্ধার করি। পরে বিভাগীয় বন কর্মকর্তার কাছে হস্তান্তর করি।
খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মিজানুর রহমান জানান, হরিণটি আমাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। হরিণটি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। এটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জয়নিউজ/সবুজ/আরসি