শনিবার (০১ সেপ্টেম্বর) রমা চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাকে দ্রুত আইসিইউতে নিয়ে যাওয়া হয়।
রমা চৌধুরীর দীর্ঘদিনের সহচর ও বইয়ের প্রকাশক আলাউদ্দীন খোকন জয়নিউজকে জানান, দুপুরের দিকে দিদির (রমা চৌধুরী) শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাকে কেবিন থেকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়।
এর আগে শনিবার (২৫ আগস্ট) তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ২৯ আগস্ট আইসিইউ থেকে আবার কেবিনে নিয়ে আসা হয়। ২ দিন কেবিনের থাকার পর এক সপ্তাহে তাঁকে দ্বিতীয়বার নিতে হলো আইসিইউতে।
কোমরের আঘাত, গলব্লাডার স্টোন, ডায়াবেটিস, অ্যাজমাসহ নানা রোগে আক্রান্ত হয়ে চলতি বছরের ১৫ জানুয়ারি রমা চৌধুরী ভর্তি হন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।