একাদশ সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২১ মে) সকালে মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মো. আবুল কাসেম।
তিনি বলেন, যাচাই-বাছাইয়ে কোনো ত্রুটি না পাওয়ায় মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। তবে তাঁকে এমপি হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।
এর আগে সোমবার (২০ মে) দুপুর ১২টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব মো. আবুল কাসেমের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
রোববার (১৯ মে) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ডেকে তাঁর হাতে মনোনয়নপত্র দেওয়া হয়। এ সময় স্কাইপেতে তারেক রহমান তাঁকে মনোনয়ন দিতে দলকে নির্দেশ দেন।
আইনজ্ঞ হিসেবে রুমিন ফারহানা টিভি টক শোসহ দলের বিভিন্ন সেলেও কাজ করছেন।
জয়নিউজ/আরসি