গলদা চিংড়ির ওজন সাড়ে ১০ কেজি!

সাড়ে ১০ কেজি ওজনের বিশাল এক চিংড়ি! এ গলদা চিংড়িকে ছোটখাট একটি ডায়নোসরের সঙ্গে তুলনা করেছেন খামার মালিক স্টিফিন জর্ডান। এটি বিক্রি বা রান্না নয়, ৯৫ বছরের এই প্রাণিকে ক্রেতার সামনে প্রদর্শনে আগ্রহী।

- Advertisement -

এ গলদা চিংড়িটির ওজন ২৩ পাউন্ড বা ১০ কেজি ৪৩২ গ্রাম। এই চিংড়ির খাবার টেবিলে দেখার চেয়ে তার সঙ্গে ছবি তুলতেই ক্রেতাদের বেশি আগ্রহ। তাই চিংড়িটির ওজন ও বয়স বিবেচনা করে এটি বিক্রি বা রান্না না করে ক্রেতার সামনে প্রদর্শন করেই আনন্দ পান খামার মালিক স্টিফিন জর্ডান।

- Advertisement -google news follower

যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে আকর্ষনীয় এই প্রাণীটি রান্না না করে এর জীন বাঁচিয়ে রাখতে আগ্রহী একটি সামুদ্রিক খাবার বিক্রেতা প্রতিষ্ঠান। বিক্রি করার দারুণ সুযোগ থাকলেও চিংড়িটিকে ‘লং আয়ডারল্যান্ড’এর অ্যাকুরিয়ামে দান করে দিয়েছেন তারা।

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM