হালদায় ৩ হাজার মিটার জাল জব্দ করে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ মে) দিনভর অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমীন।
তিনি জানান, প্রসাশনের চোখ ফাঁকি দিয়ে মৎস্য দস্যুরা হালদায় জাল পেতে মাছ শিকার করতো। গোপন সংবাদের ভিত্তিতে গ্রাম পুলিশের সহায়তায় হালদার সাত্তারঘাট এলাকা থেকে শুরু করে বিভিন্ন স্পটে অভিযান চালানো হয়। এসময় ৩ হাজার মিটার ভাসা জাল ও ঘেরা জাল জব্দ করা হয়।
এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে হালদায় চলাচল করায় বালুবাহী দুইটি নৌকার ইঞ্জিনও ধ্বংস করা হয়েছে।