লন্ডন থেকে নিউইয়র্ক শহরে যেতে সময় লাগে প্রায় ৭ ঘণ্টা। অর্থাৎ গড়ে ঘণ্টায় ৫০০ মাইল গতিতে ছুটে যায় বিমানগুলো। দূরত্ব প্রায় ৩ হাজার ৪৫৯ মাইল। তবে এমন দিন আর বেশি দূরে নেই মাত্র দেড় ঘণ্টায় লন্ডন থেকে পৌঁছানো যাবে নিউইয়র্ক শহরে!
এমনই একটি হাইপারসনিক বিমান তৈরি করছে হারমিস নামের এক স্টার্টআপ সংস্থা।
তাদের দাবি, ঘণ্টায় ৩ হাজার মাইল বেগে ছুটতে পারবে তাদের তৈরি প্লেনটি, যা শব্দের গতির থেকে পাঁচগুণ। এই হাইপারসনিক প্লেন বানাতে লগ্নি করছে খোসলা ভেনচারস।
যদিও নতুন এই প্লেনটি সম্পর্কে বিশেষ কিছু জানাতে চায়নি হারমিস। শুধু জানা গেছে, বিখ্যাত গবেষকদের একটি দল তাদের এই হাইপারসনিক জেট নিয়ে দিনরাত কাজ করে চলেছে।