নাম তার শহীদুল ইসলাম শহীদ (৩২)। পেশায় মুঠোফোন চোর। তবে এবার চুরির নেশায় ঢুকে যায় আদালতের পুলিশ ব্যারাকে। সেখান থেকে চুরি করে পাঁচটি মুঠোফোন। এরপর যা হওয়ার তা-ই হলো।
সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের পর বুধবার (২২ মে) ভোররাতে নগরের লালদীঘির পাড় এলাকা থেকে শহীদকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী চুরি হওয়া পাঁচটি মুঠোফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শহীদুল ইসলাম শহীদ বাঁশখালী উপজেলার কাথারিয়া এলাকার শাহ আলমের ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জয়নিউজকে বলেন, ২১ মে রাতে আদালত প্রাঙ্গণে সিএমপির পুলিশ ব্যারাকে কনস্টেবল মো. আলাউদ্দিন ও লিটন কান্তি দাশের চারটি মুঠোফোন চুরি হয়। এছাড়া ব্যারাকের পাশে চা–দোকানের মালিক মিজানুর রহমান ও কর্মচারী সজীবের দুটিসহ মোট ছয়টি মুঠোফোন চুরি হয়। এ ঘটনায় কনস্টেবল লিটন দাশ বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।