একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী খালিদ হোসেন (৮৪) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২২ মে) রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) মারা যান তিনি।
খালিদ হোসেনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বেশ কয়েক বছর ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। কিছুদিন আগে তাঁর কিডনির জটিলতা বেড়ে যায়। ফুসফুসেও সমস্যা হচ্ছিল। পাশাপাশি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা ছিল।
১৯৩৫ সালের ৪ ডিসেম্বর জন্ম খালিদ হোসেনের। তিনি একুশে পদক পেয়েছেন ২০০০ সালে। এ ছাড়া পেয়েছেন নজরুল একাডেমি পদক, শিল্পকলা একাডেমি পদক।
গান গাওয়ার পাশাপাশি খালিদ হোসেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন।