মোদির নেতৃত্বে দিল্লিতে মন্ত্রিসভার বৈঠক

ভারতের লোকসভা নির্বাচনে জয়ের পর বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার (২৪ মে) দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হবে। ওই বৈঠকে থাকবেন নরেন্দ্র মোদি। সব কেন্দ্রীয় মন্ত্রীকে বৈঠকে যোগ দিতে বলা হয়েছে।

- Advertisement -

শুক্রবারের এই বৈঠকে কেন্দ্রের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে।

- Advertisement -google news follower

লোকসভা নির্বাচনে ৩০০-র বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। মোদি-শাহ জুটি আবার প্রমাণ করেছে, এই মুহূর্তে দেশে কোনো বিরোধী বিকল্প শক্তি নেই।

ভোটের পর এক জরিপ বলছে, প্রতি দু’জন ভারতীয়র একজন ভোট দিয়েছে মোদিকে। বেশিরভাগ মানুষই মোদিকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।

- Advertisement -islamibank

নির্বাচনি প্রচারণায় ভালো করেও কংগ্রেস কোনো প্রভাব ফেলতে পারেনি। পশ্চিমবঙ্গেও আগের সব রেকর্ড ভঙ্গ করেছে মোদির বিজেপি।

তিন দশকের মধ্যে প্রথমবারের মতো বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হিসেবে সরকার গঠন করছে। বিজেপির বিশাল ব্যবধানের এই জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যম টুইটারে এক বার্তায় বলেন, আবারও জিতেছে ভারত।

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM