নগরের খুলশীর ভাঙ্গারপুল এলাকায় মো. মামুন উদ্দিন (২৬) নামে এক যুবক বন্দুকযুদ্ধে আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ মে) গভীর রাতে এ বন্দুকযুদ্ধ হয় বলে পুলিশ জানিয়েছে।
খুলশী থানার ওসি প্রণব চৌধুরী জয়নিউজকে জানান, ২১ মে বিকালে খুলশী থানার ঝাউতলা এলাকায় একটি বাসকে ডিবি পুলিশ পরিচয়ে আটকে এক যাত্রীর কাছ থেকে তিন লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় মামুনসহ তার সহযোগীরা।
এঘটনায় ছিনতাইয়ের শিকার গনেশ সিংহ বাদি হয়ে খুলশী থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পায় এবং বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলায় অভিযান চালিয়ে আবু জাহেদ (২৩) ও আরিফুল ইসলাম (২৫) নামে দুই যুবককে গ্রেপ্তার করে।
তাদের কাছ থেকে নগদ ৩২ হাজার টাকা ও ছিনতাইকাজে ব্যবহার করা একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয় বলে জানান ওসি।
তিনি আরো বলেন, জাহেদ ও আরিফ ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে তাদের সঙ্গে অন্য যারা ছিলেন তাদের নাম ঠিকানা প্রকাশ করে।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গারপুল এলাকায় অভিযানে গেলে মামুনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। দুইপক্ষের বন্দুকযুদ্ধের পর মামুনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসময় ঘটনাস্থল থেকে দুই রাউন্ড কার্তুজসহ একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয় বলে জানান তিনি।
গুলিবিদ্ধ মামুনের বিরুদ্ধে কোতোয়ালি ও ফটিকছড়ি থানায় একাধিক মামলা আছে বলে জানান পুলিশ কর্মকর্তা প্রণব।