ভারতীয় কংগ্রেসে পদত্যাগের হিড়িক পড়েছে। টানা দ্বিতীয়বারের মতো লোকসভা নির্বাচনে ভরাডুবির পর ইতোমধ্যে দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা পদত্যাগপত্র পাঠিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উত্তর প্রদেশ কংগ্রেসের সভাপতি রাজ বাব্বরসহ তিন রাজ্যপ্রধান এরইমধ্যে দলের সভাপতি রাহুল গান্ধীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে রাহুল গান্ধীর পদত্যাগ নিয়ে। শনিবার (২৫ মে) তিনি পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে জানা গেছে। কংগ্রেসের কর্ণাটক প্রচারণা ব্যবস্থাপক এইচ কে পাতিল ও উড়িষ্যা প্রধান নিরঞ্জন পাটনায়েকও পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
এবারের লোকসভা নির্বাচনে বিজেপির সাড়ে তিনশ’র বেশি আসনের বিপরীতে কংগ্রেস পেয়েছে মাত্র ৯২টি।