চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, একদিকে সিটি করপোরেশন রাস্তা কার্পেটিং করছে, অন্যদিকে আরেক সংস্থা সেই রাস্তা কাটছে। সমন্বয় করে কাজ করলে এ সমস্যা তৈরি হত না। এতে অতিরিক্ত খরচের পাশাপাশি জনগণও ভোগান্তি থেকে মুক্তি পেত।
শুক্রবার (২৪ মে) চসিক মিলনায়তনে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, ইতোমধ্যে নগরের একাধিক এলাকায় সৌন্দযবর্ধনের কাজ শেষ হয়েছে। যা এখন দৃশ্যমান। ধীরে ধীরে পুরো নগর সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাবেক সভাপতি কলিম সরওয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি নাজিমুদ্দিন শ্যামল, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সভাপতি শামসুল হক হায়দরী, দৈনিক পূর্বকোণের চিফ রিপোর্টার নওশের আলী খান, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো সামসুদ্দোহা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসিন কাজী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসসহ গণমাধ্যম কর্মীরা।