তাইওয়ানে প্রথম সমকামী বিয়ে!

এবার এশিয়ার প্রথম দেশ হিসেবে সমকামীদের বিয়ের স্বীকৃতি দিয়েছে তাইওয়ান। আইন কার্যকরের প্রথম দিনে বিয়ে করেছেন কয়েকশ সমকামী যুগল।

- Advertisement -

দেশটির রাজধানী তাইপের একটি বিবাহ নিবন্ধন কেন্দ্রে কয়েকশ’ সমকামী যুগল প্রথম দিন অর্থাৎ শুক্রবারই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

- Advertisement -google news follower

প্রায় তিন দশকের লড়াইয়ের পর, গত সপ্তাহে বিয়ের আইনি স্বীকৃতি পায় তাইওয়ানের সমকামীরা। ফলে এশিয়ার প্রথম দেশ হিসেবে সমকামীদের বিয়ের স্বীকৃতি দিল দেশটি।
আদালতের স্বীকৃতি পাওয়ার পরই দেশটির বিববাহ নিবন্ধন কার্যালয়ে ভিড় করতে থাকে সমকামী যুগলরা।

সম্প্রতি এক জরিপে দেখা গেছে, তাইওয়ানের জনগোষ্ঠির একটি বড় অংশ সমকামী বিয়েকে সমর্থন করছেন। তবে সমকামীদের বিয়ের বিষয়টি তাইওয়ানের সমাজে এক ধরনের বিভক্তি তৈরি করেছিল। গ্রামাঞ্চলের লোকজন ও বয়স্করা এ বিষয়টিকে ভালো চোখে দেখেননি।

- Advertisement -islamibank

বিয়ের অনুমতি দেয়া হলেও সমকামীদের সব ধরনের সামাজিক অধিকার নিশ্চিত করতে পারছে না আইনটি।

জয়নিউজ/পলাশ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM