শুরু হচ্ছে ষোড়শ শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদন প্রক্রিয়া। মঙ্গলবার (২৮ মে) মঙ্গলবার থেকে ১৯ জুন সন্ধ্যা পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে।
আর আবেদনের ফি জমা দেওয়া যাবে ২২ জুন পর্যন্ত। জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধনের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে (http://ntrca.teletalk.com.bd) আবেদন করতে হবে। টেলিটক সিমের মাধ্যমে ফি জমা দিতে হবে।
এবারও শিক্ষক হতে আগ্রহীদের তিন ধাপে পরীক্ষার মাধ্যমে শিক্ষকতা পেশার জন্য বাছাই করা হবে। প্রথম ধাপে হবে ১০০ নম্বরের প্রিলিমিনারী পরীক্ষা, যা নেওয়া হবে আগামী ৩০ আগস্ট। ১০০ নম্বরের মধ্যে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে ২৫ নম্বর করে প্রশ্ন হবে।
জয়নিউজ/পলাশ