দলের সভাপতি রাহুল গান্ধীর পদত্যাগের খবর নাকচ করে দিয়েছে কংগ্রেস। এবারের লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির পর রাহুল পদত্যাগ করবেন বলে গুঞ্জন ওঠে।
তবে শনিবার (২৫ মে) রাহুল গান্ধী পদত্যাগ করছেন না বলে জানিয়ে দিয়েছে দলটি। একইসঙ্গে তিনি কমিটির কাছে পদত্যাগপত্রও জমা দেননি বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।
কংগ্রেসের কার্যনির্বাহী কমিটি (সিডব্লিউসি) জরুরি বৈঠকে বসেছিল শনিবার সকালে।
এর আগে ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিজেপির প্রায় তিনশ’র আসনের বিপরীতে কংগ্রেস পেয়েছে মাত্র ৫২টি আসন।