প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে ভারত

ইংল্যান্ডে ৫ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লড়বে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐ ম্যাচের আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভিরাট কোহলির দল। তার আগে আজ শনিবার (২৫ মে) প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে দলটি।

- Advertisement -

লন্ডনের কেনিংটন ওভালে টসে জিতে ব্যাটিং করছে ভিরাট কোহলির ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান নামেন ইনিংসের গোড়াপত্তন করতে।

- Advertisement -google news follower

ট্রেন্ট বোল্টের বিপক্ষে এলবিডব্লিউ হবার রোগটা রোহিত শর্মার পুরাতন। সেই রোগটা সারেনি এখনো। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে আউট হন রোহিত (২)। রিভিউ নিয়েও পার পাননি তিনি।

নিজের পরের ওভারের ১ম বলে শিখর ধাওয়ানকে ফেরান ট্রেন্ট বোল্ট। উইকেটের পেছনে থাকা টম ব্লান্ডেলকে ক্যাচ দিয়ে ফেরেন ফেরেন ৭ বলে ২ রান করা ধাওয়ান। শুরুতে অবশ্য আম্পায়ার আউট দেননি, পরে উইলিয়ামসন রিভিউ নিলে কপাল পোড়ে ধাওয়ানের।

- Advertisement -islamibank

নিজের তৃতীয় ওভারে এসেও উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট। লোকেশ রাহুল বোল্টের হালকা লাফিয়ে ওঠা বলে বোল্ড হন (প্লেইড অন)। ১০ বল স্থায়ী ইনিংসে ১ চারে ৬ রান করেন লোকেশ।

টিম সাউদি, ট্রেন্ট বোল্টদের বিপক্ষে বেশ সাবলীল ব্যাটিং করছিলেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। তবে কলিন ডি গ্র্যান্ডহোমের শুরুর ওভারেই সাজঘরে ফেরেন কোহলি। ২৪ বলে ৩ চারে ১৮ রান করে বোল্ড হন ভারতীয় অধিনায়ক।

এ প্রতিবেদন লেখার সময় ২৬ ওভার শেষে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ১০৭ রান।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM