নগরে বিদ্যুৎ শ্রমিকলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ মে) বিকেলে আগ্রাবাদ বিদ্যুৎভবনের বিজয় হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নগরপিতা আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি ছিলেন।
এসময় বিদ্যুৎ উন্নয়নে সরকারের গৃহীত প্রকল্পের কথা উল্লেখ করে মেয়র বলেন শেখ হাসিনার সরকার গ্রাহক চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করে যাচ্ছে।
তিনি বলেন, বিদ্যুৎয়ের চাহিদা প্রতিনিয়তই বাড়ছে, চাহিদা মেটাতে সরকার দেশি-বিদেশি কোম্পানীর সহযোগিতায় নতুন নতুন বিদ্যুৎ প্ল্যান্ট চালু করছে।
মেয়র বলেন, একশ্রেণির অবৈধ গ্রাহক চোরা পথে বিদ্যুৎ ব্যবহার করে দেশ ও জাতিকে ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে। এসব অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধ করতে বিদ্যুৎ বিভাগে কর্মরত সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
মো. আমিন সর্দ্দারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিউরোর চট্টগ্রামের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ (সিবিএ) চট্টগ্রামের সাধারণ সম্পাদক আকতার উদ্দিন আহমেদ।