জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আগামী বছর তাদের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি চালু করার প্রস্তুতি নিচ্ছে।
সম্প্রতি গ্লোবালকয়েন নামের এই নতুন ক্রিপ্টোকারেন্সিটি ২০২০ সালের প্রথম প্রান্তিকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি শুরু থেকেই বিশ্বের প্রায় ১২টি দেশে একটি নতুন ডিজিটাল পেমেন্ট সিস্টেম হিসেবে ব্যবহার হবে।
ফেসবুক এটি চালু করার জন্য ইতিমধ্যে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে।
ফেসবুকের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি চালু হলে এই সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মটির দুই বিলিয়নেরও বেশি ব্যবহারকারী এর মাধ্যমে চ্যাটিং, কেনাকাটা ও গেম খেলতে পারবেন। এক্ষেত্রে ফেসবুক চীনের উইচ্যাটকে অনুকরণ করতে পারে।
জয়নিউজ/পলাশ