স্ত্রী’ সিনেমাটি দেখার সময় মনে পড়বে ছোটবেলার ভূতুড়ে সব গল্প। কখনো ভয়ের শিহরণ জাগবে কখনো খুব রোমান্টিক অনুভূতি হবে।
মুক্তি পাওয়ার পরপরই সাড়া পড়ে গেছে ছবিটি নিয়ে। অমর কৌশিক পরিচালিত হরর কমেডি ধাঁচের মুভিটিতে চমকের পর চমক রয়েছে। মধ্যপ্রদেশের গ্রাম গুলোতে নারীহত্যা ও অবমাননার অনেক ঘটনা ঘটে। এমনই একটি গ্রাম ‘চান্দেরি’ এই গল্পের পটভূমি। কথিত আছে, এ গ্রামেই ঘুরে বেড়ায় এক মহিলা ভূত। পুরুষের কাছে সম্মান না পাওয়া সেই ভূত চায় ভালোবাসা। পড়াশোনা জানা এই ভূত গ্রামের পুরুষদের উপর ভয়ানক আক্রমণ চালায়।
তার ভয়ে শিউরে ওঠে প্রতিটি গ্রামবাসী। বাড়ির বাইরে লিখে রাখে, আজ নয়, কাল আসতে। রাজকুমার রাও অভিনীত ‘ভিকি’ চান্দেরি গ্রামের বাসিন্দা। বাবার দর্জির দোকানে কাজ করা ভিকি পরিচয়হীন এক মেয়ের প্রেমে পড়ে যায়। সেই মেয়েটির চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। শেষমেশ ভূতের প্রেমে সাথে প্রেম করছেনা তো ভিকি! এটাই ভাবাবে দর্শককে।
মেয়েটিই কি ভূত? না অন্য কেউ? জানতে হলে দেখতে হবে সিনেমাটি।