বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমাজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে সংগঠনের সভাপতি সৈয়দ এনামুল হক সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) নুরুল আলম বাসেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) মোক্তার বেগম মুক্তা, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ হাটহাজারী উপজেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট মো. শামীম, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরওয়ার মোর্শেদ তালুকদার, ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর জামান, উত্তর মার্দাশা চেয়ারম্যান মঞ্জুর হোসেন চৌধুরী মাসুদ, গুমানমর্র্দ্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টার রুবেল চন্দ্র দাশ, সহকারী শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম সিরাজী, দেবাশীষ বিশ্বাস ও তাসমিন আকতার কাকলী।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ হাটহাজারী উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. হোসেন ইকবাল ও সাধারণ সম্পাদক মো. রাশেদুল আলমের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি হাটহাজারী শাখার সভাপতি এস কে নুর হোসেন, প্রধান শিক্ষক সিমিতির সভাপতি মো. ইলিয়াছ মিয়া, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ফটিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহাজান, যুগ্ন সম্পাদক মো. শফিউল আজম বেলাল, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ হাটহাজারী উপজেলা শাখার সহসভাপতি আব্দুল আজীজ, নাজিম উদ্দীন আহম্মদ, যুগ্ন সম্পাদক মো. মাহফুজুর রহমান, সহ-অর্থ সম্পাদক শ্রীকান্ত চন্দ্র দে ও নির্বাহী সদস্য মো. মহিউদ্দিন।