দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি। বিশেষ এ দিনটি তিনি মহাত্মা গান্ধী, অটলবিহারী বাজপেয়ীসহ দেশের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করেছেন।
বৃহস্পতিবার সকাল ৭টায় দিল্লির রাজঘাটে যান মোদি। সেখানে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা শেষে গান্ধী মেমোরিয়াল পরিদর্শন করেন। এরপর যান ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সমাধিতে। সেখান থেকে দিল্লির ইন্ডিয়া গেটের কাছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে যান মোদি। বিভিন্ন যুদ্ধে নিহত সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্যালুট জানান তিনি। এসময় অমিত শাহ, রবিশঙ্কর প্রসাদ, মেনকা গান্ধী, স্মৃতি ইরানি, জেপি নাড্ডাসহ বিজেপির উচ্চপর্যায়ের নেতা-মন্ত্রীরা উপস্থিত ছিলেন।
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মোদির শপথ অনুষ্ঠানে ৮ হাজারেরও বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল, ভুটান— বিমসটেকের সব দেশের প্রতিনিধি।
ভারতের সব রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাক্তন রাষ্ট্রপতি, বিদেশি রাষ্ট্রনেতা, হবু মন্ত্রী ও তাদের পরিবারের ১০ জন করে সদস্য, নতুন সাংসদরা মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন। অতিথির তালিকায় রয়েছেন আরএসএস নেতা, শিক্ষাবিদ, চিত্রতারকারাও।
তবে মোদির শপথ অনুষ্ঠানে যাবেন না বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জয়নিউজ/আরসি